Home BANGLADESH মদ খাওয়া শিখতে ইন্ডিয়া যাবে ৩১ কর্মকর্তা

মদ খাওয়া শিখতে ইন্ডিয়া যাবে ৩১ কর্মকর্তা

শতাব্দীর পর শতাব্দী ধরে সর্বস্তরের মানুষের কাছে মদ অন্যতম একটি সেবনকৃত দ্রব্য। কিছু মানুষ করে এর বিরোধিতা, আবার কেউ বলে এটি খাওয়ার সঠিক পদ্ধতি অবলম্বন করার কথা। সঠিক পদ্ধতির দিক বিবেচনা করে দেখা যায় সবারী এটি নিয়ে দুর্বলতা আছে। এর পরিপ্রেক্ষিতে মদ খাওয়া শিখতে ইন্ডিয়া যাবে ৩১ নেপালীয় কর্মকর্তা।

তবে ইন্ডিয়ান উপভোক্তা বিষয়ক ও খাদ্য মন্ত্রী বলেন, আমাদের সাথে মদ যায় না। আমরা সবসময় পবিত্র থাকি এবং অন্যকেও রাখতে চাই। তাই ওই ৩১ জনকে আমাদের মৌনীশ্বর মন্দিরের পবিত্র প্রসাদ গাঁজা খাওয়া শিখাবো। এটা নেশার দ্রব্য নয়। অনন্ত আনন্দে পৌঁছানোর রাস্তা এটা। এবং আমরা আসা করি আমরা তাদেরকে গাঁজা সেবনে পারদর্শী করে তুলবো!সাথে মদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here