সাজেক বর্তমান সময়কার অতি জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বিস্তৃত পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া মেঘ এবং অপরুপ সুন্দর সাজেক ব্যালি দেখতে দেশ-বিদেশের হাজারো পর্যটক ছুটে যায় সাজেকে।
বর্তমান সময়ে নববিবাহিত দম্পতি এবং প্রেমিক-প্রেমিকাদের অন্যতম স্বপ্ন থাকে সাজেক যাওয়া। সেই স্বপ্নেই দোল খাচ্ছিলেন রাকিব ও রিয়া। দুজনেই ছুটে যেতে চায় সাজেকে, মেঘের মাঝে নিজেদের ভালোবাসায় মেতে উঠতে। সাজেক যাওয়ার সাদ্ধ না থাললেও হাল না ছেড়ে, নিজের বিচি বিক্রি করে সাজেক নিয়ে যান গার্লফ্রেন্ড রিয়াকে।